বিদ্যুৎস্পৃষ্ট সঙ্গীর দক্ষ চিকিৎসকের মতো চিকিৎসা করল বানর! (ভিডিও সহ)

মুস্তাফিজ যেন অন্য গ্রহের

মুস্তাফিজ যেন অন্য গ্রহের
তাঁর কাটার যতটা দুর্বোধ্য, মানুষ তিনি ততটাই সরল। মুস্তাফিজুর রহমানের সেই সারল্য প্রকাশিত হয় সব সময়। বিশ্বের বড় বড় তারকাদের অনায়াস শিকার বানিয়েও সে রকম উচ্ছ্বাসে ফেটে পড়েন না। উদযাপন করেন না তা নয়। কিন্তু সে বিরাট কোহলিরই উইকেট হোক কিংবা জঙ্গুয়ের, সেই উদযাপনে কোনো আবেগের বাড়াবাড়ি থাকে না।
সেই মুস্তাফিজকে আজ এক সময় ভেতরের আবেগ প্রকাশ করে ফেলতে দেখা গেল। টানা পাঁচটি ডট দেওয়ার পর নিজের প্রথম ওভারের শেষ বলে চার খেয়েছেন। দ্বিতীয় ওভারে ভুসি সিবান্দা আবারও তাঁকে চার মারলেন। দুটো চারের পর সিবান্দার কাছেই ওই ওভারের শেষ বলে আবারও ছক্কা হজম করেছেন। হজম হয়নি, মুস্তাফিজের এ​কদমই হজম হয়নি।
কিন্তু তৃতীয় ওভারেই বুঝিয়ে​ দিলেন, কেন তিনি স্পেশাল। ওই ওভারে মাত্র এক রান দিয়ে তুলে নিলেন দুই উইকেট। দুটোই বোল্ড করে। সব মিলিয়ে ৩.৫ ওভার বল করে ১৯ রানে ২ উইকেট। প্রথম ২ ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য, দ্বিতীয় স্পেলে ৪ রান দিয়ে দু্ই উইকেট!
ইদানীং ভারতের নতুন এক পেসারকে তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরে অভিষেক ম্যাচে বারিন্দর স্রান ৩ উইকেট নিলেও বাকি দুই ম্যাচ মিলিয়ে ১০৪ রান দিয়ে উইকেটশূন্য!
মাশরাফিও আজ বলে ​দিলেন, মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটের জন্যই শুধু নয়, বিশ্ব ক্রিকেটের জন্যই বিরল এক রত্ন। মুস্তাফিজের সঙ্গে কারও তুলনা চলে না, ‘মুস্তাফিজের সঙ্গে বিশ্বের কোনো বোলারের সঙ্গে তুলনা হয় না। কারণ আমি সব সময় বলেছি ও যেন অন্য গ্রহের কেউ। ওর সঙ্গে কারও তুলনা করার সুযোগ নেই।’
মাশরাফি অবশ্য বললেন অন্য প্রসঙ্গে। চোট পাওয়ার আগেই মুস্তাফিজকে শেষ দুই ম্যাচের জন্য দলে রাখেননি নির্বাচকেরা। আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল মুস্তাফিজকে ​বিশ্রামে রাখা হবে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মাশরাফি বললেন, ‘আরেকজন বোলারকে দেখার সুযোগ আছে। সে কেমন করছে। তবে মুস্তাফিজ যা করবে সেটাই ওই বোলারের কাছ থেকে চাইলে সেটা হবে ওর জন্য অনেক বড় চাপ। এটা আমি আশা করছি না। তবে সবাইকে তো সুযোগ দিতে হবে। সামনে বড় টুর্নামেন্টগুলো আসছে। সেরা বিকল্প তো তো খুঁজে বের করতে হবে।’
মুস্তাফিজের চোটটি গুরুতর নয় বলেই আশা করছেন অধিনায়ক। নিজে ক্যারিয়ারের শুরুতে বাড়তি চাপ নেওয়ার ফল ভোগ করেছেন। শেষ দুই ম্যাচে না খেলা মুস্তাফিজের জন্য ভালোই হবে বলে মনে করেন মাশরাফি, ‘এই মুহূর্তে মুস্তাফিজও চোটে পড়েছে। জানি না ও কী অবস্থায় আছে। তবে দলে নতুন যে দুজন এসেছে, ওরা অনুশীলন ম্যাচ কিংবা বিপিএল ভালো বোলিং করেই এসেছে। আমার বিশ্বাস ওরা এখানেও ভালো করবে।’

ইন্টারনেটের নেশা ছাড়াতে হাত কাটলেন তরুণ

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫
আমাদের প্রতিদিন ডটকম
ইন্টারনেট ছাড়া অনেকেই যেন জীবন কল্পনাই করতে পারেন না। একেবারে নেশায় পেয়ে বসে। আর এই নেশা থেকে মুক্তি পেতে নিজের হাতই কেটে ফেললেন চীনের এক তরুণ। চীনের জিয়াংসু প্রদেশের নানটঙে এই ঘটনা ঘটে।

দিনের বেশিরভাগ সময়ই অনলাইনে কাটাতেন ১৯ বছরের ওই তরুণ। এমনই নেশা পেয়ে বসে যে, এর হাত থেকে মুক্তি পেতে ধারালো ছুরি দিয়ে নিজের বাম হাতটি কেটে ফেলেন তিনি। ১০ ঘণ্টার অস্ত্রপচারের পর চিকিৎসকরা কাটা হাত জোড়া দিতে পেরেছেন। নিজের বাবা, মাকেও এই ঘটনা জানাননি তরুণ। যে ট্যাক্সি ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে যান তিনিই পুলিশকে খবর দিয়েছিলেন। পরে পুলিশ ঘটনাটি ওই তরুণের অভিভাবককে জানায়।

নিজের ওপর বিতৃষ্ণা থেকে এই ধরণের অঙ্গচ্ছেদের প্রবনতা ভ্যান গগ সিনড্রোম নামে পরিচিত।

চীনে ইন্টারনেটের নেশা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে সরকারের পক্ষ থেকে এর মধ্যেই ইন্টারনেট ডি-অ্যাডিকশন ড্রাইভ লঞ্চ করা হয়েছে। দেশটির ২.৪ কোটি মানুষ ইন্টারনেটের নেশায় আচ্ছন্ন।

সূত্র : ইন্টারনেট

মৎস্য ভবনের সামনে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

মৎস্য ভবনের সামনে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট:


রাজধানীর মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত স্কুলছাত্রীর নাম সাবিহা আক্তার। সে সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, নিহত স্কুলছাত্রীর সহপাঠী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে রমনা জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আশ্বস্ত করে সরিয়ে দেন। পরে সড়কের দুই পাশে যান চলাচল শুরু হয়েছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ইব্রাহীম বলেন, ৮ নম্বর বাস স্কুলছাত্রী সাবিহাকে চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে। চালককে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। নিহত ছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।