ইন্টারনেটের নেশা ছাড়াতে হাত কাটলেন তরুণ

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫
আমাদের প্রতিদিন ডটকম
ইন্টারনেট ছাড়া অনেকেই যেন জীবন কল্পনাই করতে পারেন না। একেবারে নেশায় পেয়ে বসে। আর এই নেশা থেকে মুক্তি পেতে নিজের হাতই কেটে ফেললেন চীনের এক তরুণ। চীনের জিয়াংসু প্রদেশের নানটঙে এই ঘটনা ঘটে।

দিনের বেশিরভাগ সময়ই অনলাইনে কাটাতেন ১৯ বছরের ওই তরুণ। এমনই নেশা পেয়ে বসে যে, এর হাত থেকে মুক্তি পেতে ধারালো ছুরি দিয়ে নিজের বাম হাতটি কেটে ফেলেন তিনি। ১০ ঘণ্টার অস্ত্রপচারের পর চিকিৎসকরা কাটা হাত জোড়া দিতে পেরেছেন। নিজের বাবা, মাকেও এই ঘটনা জানাননি তরুণ। যে ট্যাক্সি ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে যান তিনিই পুলিশকে খবর দিয়েছিলেন। পরে পুলিশ ঘটনাটি ওই তরুণের অভিভাবককে জানায়।

নিজের ওপর বিতৃষ্ণা থেকে এই ধরণের অঙ্গচ্ছেদের প্রবনতা ভ্যান গগ সিনড্রোম নামে পরিচিত।

চীনে ইন্টারনেটের নেশা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে সরকারের পক্ষ থেকে এর মধ্যেই ইন্টারনেট ডি-অ্যাডিকশন ড্রাইভ লঞ্চ করা হয়েছে। দেশটির ২.৪ কোটি মানুষ ইন্টারনেটের নেশায় আচ্ছন্ন।

সূত্র : ইন্টারনেট

Share this

Related Posts

Previous
Next Post »