আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কেউ জানলেও লগিন করতে পারবেনা


আমরা যারা ফেসবুক ইউস করি তাড়া অনেকেই জানিনা,যে কিভাবে এই কাজটা করতে হয়।
*** আপনার পাসওয়ার্ড
জানলেও
কেউই লগ ইন করতে পারবেনা।
তাহলে ধাপগুলা অনুসরণ
করুন
১। ফেসবুকে লগ ইন করুন
২। Settings এ যান
৩। Security এ যান
৪। Login Approvals On এর ডানপাশে Enable এ ক্লিক করুন
৫। খালি বক্সে
আপনার ফোন নাম্বার দিন। Ex 1991241571. …….
(0 দেয়া লাগবে না)
৬। আপনার ফোনে একটা আট ডিজিটের কোড যাবে
৭। বক্সে কোডটি সাবমিট করুন।
৮ এখন থেকে অন্যকোন মোবাইল বা পিসি দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করলে আপনার ফোনে কোড আসবে তাই আপনার পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবেনা ভাই আমার জন্য দোয়া করবেন।

Share this

Related Posts

Previous
Next Post »