বাংলাদেশে অ্যাপটির যোগাযোগ সমন্বয় প্রতিষ্ঠান কুকিজার জানায়, প্রত্যেকের জীবনেই একটা ভালোবাসার গল্প থাকে। এই গল্পগুলো জানাতে রবীন্দ্রসরোবর মঞ্চে আসেন অনেকে। অ্যাপে ভালো লাগার গল্প সংগ্রহ করা হয়। কেউ চাইলে ফেসবুক পেজের (fb/matchstixbangladesh) মাধ্যমেও গল্প জমা দিতে পারেন।
সেরা গল্পগুলো নিয়ে পরবর্তীতে টেলি-ছবি তৈরি করাসহ আকর্ষণীয় পরিকল্পনা আছে।
কুকিজারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভালোবাসা দিবসে এই আয়োজনের মধ্য দিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করল জুটি মেলানোর অ্যাপটি।
EmoticonEmoticon