কিভাবে কম্পিউটার এর গতি বাড়াতে হয় (How To Speed Up Your Computer ?)


Computer স্পিড একটি আলোচিত বিষয় .কম বেশি আমরা  সবাই এই সমস্যায় পরে থাকি .এটা একসাথে  বিরক্তিকর  এবং চিন্তার বিষয়  হয়ে দাড়ায় .তবে কিছু ধাপ অনুসরণ করে  নিজেরাই এর সমাধান করে ফেলতে পারি .


এটা অনেক ভাবে করা যায় . এখানে অনেক গুলো পদ্ধতি বর্ণনা করা হলো .এগুলো অনুসরণ করতে পারেন ..

১// Delete Temp  Files :
>>Temporary (Temp ) ফাইলস যেকোনো  Program চলার  কারণে তৈরি হতে পারে  যা Computer এর speed কমিয়ে দেয়.
এগুলো Delete করতে প্রথমে Start Menu তে ক্লিক করে Run টাইপ করে Enter চাপুন .



>>একটি Dialogue box আসবে ,সেখানে %temp% লিখে ok ক্লিক করুন .



>>অনেক গুলো File দেখা যাবে ,Ctrl + A চেপে  সব  Select করুন .এবার Mouse এর Right বাটন ক্লিক করে delete করুন .(নিচের ছবিটি দেখুন )

**এক্ষেত্রে হয়তো কিছু ফাইল Delete হবে না .সেটা নিয়ে মাথা ঘামাবেন না. 
Program Window টি close করুন .


২//  Disk Cleanup : 
এর সাহায্যে অনেক অপ্রয়োজনীয় ফাইল Remove করা যায় যা  computer এর  Speed বাড়াতে সাহায্য করবে .
বিস্তারিত নিচের লিংক টিউটোরিয়ালে......

How To do Disk Cleanup in Computer?

৩//  Disk Defragmenter
এর কাজ হচ্ছে বিছিন্ন হয়ে যাওয়া ফাইল গুলোকে একত্রিত করা .এতে  Computer এর Speed বেড়ে যাবে .এই কাজটি ঘন ঘন করা ভালো ,অন্তত মাসে একবার .এতে Hard Disk সুস্থ থাকবে  .
বিস্তারিত নিচের লিংক টিউটোরিয়ালে....

How to do Disk Defragment ?

৪// Disk Error Checking :

কম্পিউটার এর Hard Disk এ অনেক সময় Bad Sector তৈরি হয় যা সম্পূর্ণ System কে ধীর করে ফেলে ,আবার অনেক সময় ফাইল Save করতেও সমস্যা হয়  . Disk Error Checking এর সাহায্যে  এটা সমাধান করা যায় .এটা খুবই প্রয়োজনীয় এবং সপ্তাহে অন্তত একবার করা উচিত .
বিস্তারিত নিচের লিংক টিউটোরিয়ালে.....

How to do Error Checking in Computer ?

৫// Preventing Spyware and Malware :


Spyware, Adware,Malware , এগুলো বিভিন্ন জাতের Virus যা কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়ে যায় .এগুলো যেমন আপনার Privacy এর জন্য হুমকি তেমনি কম্পিউটার এর Speed অনেকাংশে কমিয়ে ফেলার জন্য দায়ী. 
এগুলো প্রতিরোধ করার জন্য বিভিন্ন  Anti Virus সফটওয়্যার ব্যবহার করতে হয় .
তবে নিচের Windows ফ্রি সফটওয়্যার গুলো ব্যবহার করে অনেক সময় এ থেকে মুক্তি পাওয়া যায় যদিও এগুলো Anti Virus সফটওয়্যার এর বিকল্প নয়.

** Microsoft Security Essential : এটি একটি ফ্রি সফটওয়্যার যা Spyware, Adware,Malware এর জন্য খুবই কার্যকর. 
নিচের link থেকে এটি download  করেতে পারেন .

Download Microsoft Security Essential

*** Windows Malicious Software Removal : এটা বিভিন্ন ধরনের malicious ভাইরাস যেমন Folstart, Phorpiex, Weelsof, Blaster, Sasser, and Mydoom এর প্রতিরোধে খুবই কার্যকর . 
নিচের link থেকে এটি download  করেতে পারেন .

Microsoft Windows Malicious Software Removal Tool



**এছাড়া অপ্রয়োজনীয় সফটওয়্যার Uninstall করে কিংবা  Full Virus Scanning  করে দেখতে পারেন .
এতেও কাজ না হলে Windows Reinstall করতে হবে .**

Copy writ from http://www.s martbangla.com/2013/02/how-to-speed-up-your-computer.html#more

Share this

Related Posts

Previous
Next Post »